
শনিবার ২৪ মে ২০২৫
অত্যাধুনিকতার যুগে ওরা বড়ই পিছিয়ে পড়া। তাই রোজনামচা থেকে কিছুটা সময় যদি হয় ওদের জন্য। তবে সত্যিই বোধহয় উপভোগ করা যায় জীবনের মানে। বড়দিনের আগে সেই উদ্যোগী নিল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং বিধাননগর পুলিশ কমিশনারেট। "সিক্রেট সান্তা" কর্মসূচির মধ্য দিয়ে পথশিশু, গিরিশ পার্ক যৌনপল্লির কচিকাচা আর বৈরাগী বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে উপহার তুলে দিল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির পড়ুয়ারা।